সারা বাংলা

গোপালগঞ্জে দু শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে: ছিনতাইকারী গ্রেপ্তার

গোপালগঞ্জে দুই শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী চক্রের হোতা মো. রাব্বি ওরফে বেনসন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে জেলা শহরের ফকিরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার সাহা গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। দুপুরে গ্রেপ্তার রাব্বিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসআই নয়ন কুমার সাহা জানান, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকালে পার্থ প্রতিম কুন্ডুকে চুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ ঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। পুলিশ সুপারের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে ভোররাতে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর মামলার বাদী ছবি দেখে রাব্বিকে শনাক্ত করেন। দুপুরে রাব্বিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।