ঝালকাঠি শহরের কলেজ মোড়ের একটি বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
পলাশ বরিশালের মুলাদী উপজেলার তেরচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে বিয়ে করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।”