বগুড়ার গাবতলীতে শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।
সিরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ট্যাপাগাড়ী গ্রামের পিতা মৃত জয়নাল মোল্লার ছেলে। তিনি কৈঢোপ গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি নির্মাণ করে বাস করছিলেন। ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলাম কিছু দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। তিনি আর্থিক সংকটে ছিলেন। তার পরিবারে ঝামেলাও চলছিল। বুধবার সকালে শ্বশুরবাড়ির পূর্ব পাশের একটি বাগানে সিরাজুলের লাশ পড়ে থাকতে দেখা যায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।