সারা বাংলা

সড়ক দুর্ঘটনার কবলে বিএনপি নেতা ফারুকের গাড়ি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি গুরুতর আঘাত পাননি।

দুর্ঘটনার পর নিজ ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে জয়নাল আবদিন ফারুক লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি।”

সাংবাদিকদের তিনি বলেন, “সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।” তবে এ দুর্ঘটনা তিনি ‘সন্দেহজনক’ এবং ‘পরিকল্পিত’ আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ফারুকের সহকর্মীরা বলেন, ‘‘পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ফারুক সামান্য আঘাত পান।’’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই কিন্তু সেখানে কাউকে বা কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি পাইনি। হাইওয়ে পুলিশের কাছেও এ সংক্রান্ত তথ্য ছিল না। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।”