সারা বাংলা

ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘‘ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।’’

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতি দাস পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘‘নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে এখানে। এরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সরকার চাইলে এসবের বিচার করতে পারে।’’

এনসিপি ও গণঅধিকার পরিষদের জোটের বিষয়ে তিনি বলেন, ‘‘গণঅধিকার পরিষদ কোটা বিরোধী আন্দোলন থেকে বেরিয়ে আসা একটি সংগঠন। আমাদের চিন্তা ও আদর্শ এক। তাদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চলছে। তবে, এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করি, আমরা সম্মানজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’’

শাপলা প্রতীক নিয়ে সারজিস আলম বলেন, ‘‘এনসিপি সব নিয়ম মেনে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। হঠাৎ করে নির্বাচন কমিশন বলছেন, নির্বাচন কমিশনের তালিকায় শাপলা প্রতীক নেই। যেহেতু শাপলা একটা প্রতীক নয়, প্রতীকের অংশ। সেখানে ধানের শীষ আছে, তারকা আছে। সামগ্রিকভাবে প্রতীকের একটা অংশ যদি অন্যান্য রাজনৈতিক দল পায়, তাহলে এনসিপিকেও দিতে হবে। আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে রাজপথে নামতে বাধ্য হবো।’’

তিনি আরো বলেন, ‘‘এনসিপি নির্বাচনের পক্ষে। তবে, সেটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করবে।’’

সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম।