সারা বাংলা

পঞ্চগড়ে সেনা অভিযানে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে মাদক বিক্রির ৫ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে সদর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে সদর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও খাগুরু পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৫), একই ইউনিয়নের ঘটবর এলাকার বাসিন্দা মাদক কারবারি নবিরুল ইসলাম (৩৮) ও পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার আব্দুল কাইয়ূম (৫৭)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক কারবারি নবিরুলের বিরুদ্ধে নয়টি মাদকের মামলা রয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় মাদকের বেচাকেনা চলছে— এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের লেফটেন্যান্ট ফরহাদ অর রশিদের নেতৃত্বে পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজাসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।