নৌকা, ধানের শীষ ও লাঙ্গল মার্কার মধ্যে ধোঁকাবাজি আর ভেজাল আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম।
রেজাউল করীম বলেন, “আওয়ামী লীগ নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, বিএনপি ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না। জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে নির্বাচন করেও লাঙ্গল চালাতে পারে না। তবে, হাতপাখা সবাই চালাতে পারে। হাতপাখা প্রতীক হল গরিব ও অসহায়দের বন্ধু। আগামীতে হাতপাখা ক্ষমতায় গেলে দেশ নিরাপদ থাকবে।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি ও সিংড়া আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, সিংড়া পৌর জামায়াতের আমির সাদরুল উলা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।