নেত্রকোণায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আবুল বাশার (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার রাইদুম রৌহা ইউনিয়নের জামতলা বাজারের পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আবুল বাশার জেলা সদরের শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জামতলা বাজারের পাশের রাস্তায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে মদ জব্দের পাশাপাশি অটোরিকশাসহ আবুল বাশারকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী মো. নাজমুল হক বলেন, ‘‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলা করেছেন।’’