সারা বাংলা

গাজীপুর ব্যাংক কর্মকর্তা অপহরণ, মুক্তিপণে মুক্তি

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারে তুলে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে পরিবারের কাছ থেকে ৯০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে চার ঘণ্টা পর তাকে ছেড়ে দেয় তারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার উড়ালসেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড়ে ঘটনাটি ঘটে।

অপহৃত মোকসেদ আলী ইসলামী ব্যাংক শ্রীপুর উপজেলার মাওনা শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি)। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার পালের মাঠ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

মোকসেদ আলী জানান, অফিস শেষে বাসে বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ সময় গাড়ি না পেয়ে তিনি দুইজন অজ্ঞাত যাত্রীর সঙ্গে একটি সাদা প্রাইভেটকারে ওঠেন। কিছু দূর যাওয়ার পর গাড়িতে থাকা যাত্রীরা তার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় তাকে মারধর করে বাসার ঠিকানা ও পরিবারের তথ্য নেয় তারা। পরে তার ফোন থেকে স্ত্রীকে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভয় দেখানো হয় টাকা না দিলে তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেওয়ার। শেষ পর্যন্ত পরিবার বিকাশে ৯০ হাজার টাকা পরিশোধ করে।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার এক জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে যায় অপহরণকারীরা। তারা তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা কেড়ে নেয়। পরে নিজেই বাঁধন খুলে সড়কে উঠে স্থানীয় এক অটোরিকশা চালকের সহায়তায় সিডস্টোর থেকে বাসে করে গাজীপুরে বাসায় ফিরে আসেন তিনি রাত ১২টার দিকে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, এ ধরনের ঘটনার বিষয়ে তার জানা নেই।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, এ বিষয়ে মৌখিকভাবে খবর পাওয়া গিয়েছিল। ভুক্তভোগী এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার ড. আ. ক. ম. আক্তারুজ্জামান বসুনিয়া জানান, বিষয়টি সম্পর্কে তার জানা নেই।