সারা বাংলা

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের মধ্য বয়সী এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আজহার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকার মৃত মঙ্গলের ছেলে। তিনি শ্রীনগর এলাকায় শরবত বিক্রি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন আজহার। ভিকটিমের মা বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে। তবে, কৌশলে পালিয়ে যান তিনি। দুপুরে অভিযুক্তকে দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য নারী পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।''