সারা বাংলা

যশোরে মদ-ফেনসিডিলসহ আটক ২

যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়ক থেকে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই জনকে আটক করেছে বিজিব। এর মধ্যে, একজন ভারতীয় নাগরিক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার নাদনঘাট থানার ধোবা গ্রামের পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের গনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘‘আটক দুই জনের বহন করা ব্যাগ তল্লাশিতে ১২৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।’’