সারা বাংলা

হজের জন্য পাসপোর্ট করতে এসে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সাদেক আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক আলীর বাড়ি পাবনা সদরের ভরুয়াপাড়ায়। হজে যাওয়ার জন্য পাসপোর্ট করতে রাজশাহীতে এসেছিলেন তিনি।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘‘সাদেক আলী শেখ হজে যাওয়ার উদ্দেশে পাসপোর্ট করতে রাজশাহী এসেছিলেন। ভদ্রা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’