খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি এনসিপি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) দিবাকর চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’–এর ব্যানারে চলমান আন্দোলনের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি পার্বত্য জেলা গভীর দুঃখ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি জেলা শাখার সমন্বয়কারী বিপিন চাকমা বলেন, ‘‘রাঙামাটি জেলার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) দিবাকর চাকমা আমাদের সঙ্গে আলোচনা করেই বিবৃতি দিয়েছেন। খাগড়াছড়ি ঘটনায় আমরা গভীর দুঃখ ও নিন্দা প্রকাশ করছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’’
এর আগে, রবিবার সন্ধ্যায় নোয়াখালীতে এক সমাবেশে হান্নান মাসউদ বলেন, ‘‘পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্প কার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে। একটা ‘ভুয়া ধর্ষণের’ মধ্য দিয়ে তারা পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে।’’
এ নিয়ে বিতর্ক শুরু হলে সোমবার হান্নান মাসউদ ফেসবুকে এক পোস্টে এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না৷ ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।’