নারীদের ভোট ছাড়া বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, ‘‘দেশের অর্ধেক ভোটার নারী। নারী ভোটারদের উপস্থিতিও সবসময় বেশি থাকে। কাজেই প্রার্থী এবং দলের বিজয় দেখতে চাইলে এখন থেকে নারী ভোটারদের কাছে যেতে হবে।’’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির কার্যালয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল এমন মন্তব্য করেন।
মাহমুদুল হক রুবেল বলেন, ‘‘তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে নারীদের অবগত করতে হবে।’’
ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান প্রমুখ।