সারা বাংলা

বগুড়ায় ইছামতীর তীরে বজ্রপাতে নারীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে ইছামতী নদীর তী‌রে ঘাস কাটার সময় বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে মারা যান তিনি। মারা যাওয়া শেফা‌লি একই গ্রা‌মের দেলোয়ার হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে শেফালি বাড়ির পাশের ইছামতী নদীর তীরে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, ঘটনার পর নারীর মরদেহ পরিবারের সদস্যরা বাসায় নি‌য়ে যান। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।