সারা বাংলা

দৌলতপুরে পোকার আক্রমণে হুমকির মুখে ফলন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা দিয়েছে মাজরা পোকার প্রাদুর্ভাব। এতে আমন ধানের গাছ হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে।

পোকা দমনে কৃষকেরা বারবার কীটনাশক প্রয়োগ করলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মৌসুমের ধান উৎপাদন।

স্থানীয় কৃষকরা জানান, বাজারে পাওয়া নামসর্বস্ব ও অকার্যকর কীটনাশক ব্যবহার করেই ধান রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা। কিন্তু পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এতে অনেক ক্ষেতেই ধানের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শীষ ধরার আগেই শুকিয়ে পড়ছে গাছ।

উপজেলার আমদহ গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, “সাড়ে ৩ বিঘা জমিতে ব্রি ধান–৪৯ লাগিয়েছি। মাজরা পোকার আক্রমণে গাছ একের পর এক শুকিয়ে যাচ্ছে। কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছি না।”

একই এলাকার চাষি মহন আলী বলেন, “৪ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। বিভিন্ন কোম্পানির গ্যারান্টি দেওয়া ওষুধ প্রয়োগ করেছি চারবার। তবুও ধান বাঁচছে না। এবার ফলন অনেক কম হবে।”

দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ হেক্টর জমিতে মাজরা পোকার আক্রমণ শনাক্ত করা হয়েছে।

দৌলতপুর কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন বলেন, “আমরা আক্রান্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কৃষকদের সঠিক পরামর্শ দিতে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ চলছে।”