কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়ির পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত ওয়াহিদ মিয়া (২১) আদিত্যপাশা গ্রামের মজনু মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওয়াহিদ মিয়া বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। সেই সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। হঠাৎ বজ্রাঘাতে ওয়াহিদ মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।