সারা বাংলা

হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানিতে ১৯ কোটি টাকা রাজস্ব আদায়

দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত চার মাসে ৬৬২টি ট্রাকে ৫ হাজার ১৮৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি টাকা।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। 

নিজাম উদ্দিন বলেন, “চলতি অর্থবছরের জুলাই মাস থেকে বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত হিলি বন্দরে ৬৬২টি ট্রাকে ৫ হাজার ১৮৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি হয়েছে। যা থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।” 

তিনি বলেন, “কাঁচা মরিচ পচনশীল পণ্য। এ কারণে আমরা দ্রুততার সঙ্গে কাস্টমসের সব কার্যক্রম শেষ করে পণ্যটি ছাড়করণ করে থাকি। বন্দরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।”