সারা বাংলা

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার মুকসুদপুর রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘‘অজ্ঞাত ওই নারী মুকসুদপুর রেলস্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

তিনি আরো বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাজবাড়ী রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। তার আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’