গাজীপুরের শ্রীপুরে জঙ্গল থেকে হুজাইফা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমার চালা এলাকার জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত হুজাইফা চাওবন গ্রামের হারুন রসীদের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে হুজাইফা তার বাবার সঙ্গে গরু চরাতে বাড়ি থেকে বের হয়। পরে বাবার কাছে বাড়ি আসার কথা বলে বিদায় নিয়ে আসলেও সে বাড়ি ফেরেনি। দুপুরে হারুন রসীদ বাড়ি ফিরে ছেলে ফেরেনি জানার পরে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা ৩টার দিকে বাড়ির পাশের জঙ্গলে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, “হুজাইফা সকালে তার বাবার সঙ্গে গরু চরাতে বের হয়েছিল। পরে জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।”
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাক ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”