বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আকতার হোসেন (৩৪) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। তিনি কক্সবাজার ব্যাটালিয়নে (৩৪ বিজিবি) নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সীমান্তের পেয়ারা বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিজিবির একটি দল পেয়ারা বুনিয়া সীমান্তে কাঁটাতার বেড়া সংলগ্ন একটি অস্থায়ী টিওবির জায়গা পরিদর্শনে গেলে সেখানে হঠাৎ স্থলমাইল বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের দুটি পা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি বাম পায়েও আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার বিজিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।