ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে অন্তত সাতজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, “বিষয়টি নিয়ে আমি এখনও বিস্তারিত জানতে পারিনি। খোঁজ নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ক্ষমা করা হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।