সারা বাংলা

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানার্সআপ ঘোষণা নিয়ে সংঘর্ষ, আহত ১২

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের আলোর চরে নৌকা বাইচ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চার জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) বিকেলে আলোর চর সংলগ্ন দুধকুমার নদীর তীরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। 

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্গম এলাকা হওয়ায় পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষ থেমে যায়। থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি। 

স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমের কারণে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ কারণে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের আলোর চর ও পার্শ্ববর্তী যাত্রাপুর ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের মৎস্যজীবীরা যৌথভাবে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন। মৎসজীবীরা তাদের মাছ ধরা ছোট ডিঙ্গি নৌকা দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন।

রবিবার বিকেলে দুধকুমার নদীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় খেলা দেখতে আসা দর্শনার্থীরাও মারামারিতে জড়িয়ে পড়েন। অন্তত ১২ জন আহত হন। চার জনকে  কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।