বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন মারা গেছেন। রবিবার (১২ অক্টোবর) মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে পাঁচজনের মৃত্যু হলো।
মারা যাওয়া ব্যক্তির নাম তার নাম রঞ্জু মিয়া (৩০)। তিনি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন।
গত ২ অক্টোবর রাতে মদপান করে অসুস্থ হন রঞ্জু মিয়াসহ পাঁচজন। তাদের মধ্যে গত ৭ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মণ্ডল লিটন মারা যান। ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম ও ১০ অক্টোবর দুপুরে আবদুল মানিক আকন্দ মারা যান। একই দিন বিকেলে আবদুল্লাহ আল কাফী মারা যান। তারা খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে পাঁচজন একসঙ্গে মদ পান করেন। পরদিন সকাল থেকেই তাদের বমি ও পেটব্যথা শুরু হয়। পরে অসুস্থ প্রত্যেককে তাদের স্বজনরা বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”