দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিকের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়ের উৎস বহির্ভূত প্রায় ৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে, সাবেক এমপি শিবলী সাদিক বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যথাযথ তদন্ত, নথিপত্র যাচাই ও কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।
দুদকের অনুসন্ধানে যেসব সম্পদের প্রমাণ পাওয়া গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে ৬ তলা ভবন, ঢাকার ধানমণ্ডিতে ২ হাজার ২০ বর্গফুটের ফ্ল্যাট, কক্সবাজারে দুটি ফ্ল্যাট, দিনাজপুরের রাণীপুরে স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় ৪৫ দশমিক ৫২ একর জমি
দুদক জানায়, এসব স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। দায়-দেনা বাদে নিট সম্পদ ১৫ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। বৈধ আয়ের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২ হাজার ৭০৮ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় ২ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৩৭ টাকা। অব্যাখ্যাত (যার ব্যাখ্যা পাওয়া যায়নি) সম্পদ ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকা। বৈধ উৎস ছাড়া এই বিপুল সম্পদ অর্জনের প্রমাণ দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দুদক জানিয়েছে।
মামলাটি এখন দুদকের তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হতে পারে বলে জানানো হয়েছে।