সারা বাংলা

ট্রাকচাপায় প্রাণ গেল বাবার, গুরুতর আহত ছেলে

গাজীপুরের শ্রীপুরে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় কবির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার ১২ বছর বয়সী ছেলে আবির হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধনুয়া গ্রামের চিল্লানিবাড়ি মোড়ে জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে তবলাবাদক হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী মেজবা উদ্দিন জানান, রাতে কবির হোসেন তার ওষুধের দোকান থেকে ছেলে আবিরকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। চিল্লানিবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে কবির হোসেন ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার ছেলে আবির সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”