রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) লালমনিরহাটের কালীগঞ্জে জনসভা করেছে উপজেলা বিএনপি। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক আপনি। গত ১৮ বছরে যত কর্মসূচি দিয়েছেন, আমরা কখনো ফাঁকি দিইনি।’’
জাহাঙ্গীর আলম উদাহরণ দিয়ে বলেন, ‘‘আমি আমার স্ত্রী, সন্তানের সঙ্গে ফাঁকি দিয়েছি। ব্যবসা, বাণিজ্যের সঙ্গে ফাঁকি দিয়েছি। শরীরের সঙ্গে ফাঁকি দিয়েছি। কিন্তু দলের সঙ্গে নয়।’’ এ কথা বলতেই কেঁদে ফেলেন তিনি।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর প্রমুখ।