সারা বাংলা

বিরামপুরে বরগুনা-বরিশালের ২ আ.লীগ নেতা গ্রেপ্তার 

দিনাজপুরের বিরামপুর থেকে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশাল জেলার উজিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল রহমান ইকবালকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার ভেলারপার ব্রিজের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা পৌরসভার চরকলোনী এলাকার মো. আজাহার আলীর ছেলে মাহমুদুল আজাদ রিপন ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে হাফিজুল রহমান ইকবাল।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সংবাদ পাই, উপজেলার ভেলারপার গ্রামের ব্রিজের পাশ থেকে দুইজন আওয়ামী লীগের নেতাকে আটক করে রেখেছে গ্রামবাসী। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে।”

তিনি আরো বলেন, “আজ শুক্রবার দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।”