নড়াইলের লোহাগড়া উপজেলার হলদা গ্রামের একটি খাল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে খালের কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার হয়।
রবিবার (১৯ অক্টোবর) সকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর মানুষের কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “হলদা গ্রাম থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।”