দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেন থেকে পড়ে আজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষযটি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো. তাজরুল ইসলাম।
তাজরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে, সেতু নম্বর ২৭৫ ও পিলার নম্বর ২৪৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, নিহত ব্যক্তি সম্ভবত হকার ছিলেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে। মৃতদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।