বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না, আন্তর্জাতিকভাবে সেটা দেখাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।’’
এ সময় দেশে পরপর আগুন লাগার ঘটনা কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার দাবি জানান বিএনপির এই নেতা।
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘‘এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। তবুও সরকারকে এসব বিষয়ে নজর দিতে হবে।’’
তিনি বলেন, ‘‘আমরা মনে করি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দৃঢ়তা দেখিয়েছে। তাদের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।’’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘‘প্রশাসনের ভেতর দোসরদের যেসব লোকজন আছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’’
সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ভাইরাল হলে তারেক রহমানের নজরে আসে। সোমবার তারেক রহমানের নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।