সারা বাংলা

জামায়াতের মহিলা বিভাগের বৈঠকে হামলা, সংঘর্ষে আহত ৩৬

ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর রাতে ইউনিয়নের আল আমিন মার্কেট সংলগ্ন এলাকায় সমঝোতা বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে মোহাম্মদ হাসান হোসেন (২৩), মো. সারাফাত উল্লাহ (২৬) ও মেহেদী হাসান (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

আহতদের মধ্যে আরো রয়েছেন ফাজিলপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আরমান হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হাসান ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জিয়াউর রহমানসহ আরো অনেকে।

আহত শিবির নেতাকর্মীরা জানান, ফাজিলপুর ইউনিয়নের একটি বাড়িতে জামায়াতের মহিলা বিভাগের সদস্যদের কোরআন তালীম ও সংগঠনভিত্তিক বৈঠক চলছিল। সেসময় স্থানীয় যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে কয়েকজন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের কর্মী সেখানে গিয়ে হামলা চালায়।

রাতে আহতদের দেখতে ফেনী জেনারেল হাসপাতালে যান জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। তিনি বলেন, “মহিলা জামায়াতের ধর্মীয় বৈঠকে বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। মহিলা জামায়াতের অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ব্যর্থ হয়ে পরে বাজার এলাকায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম বলেন, “আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

অন্যদিকে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, ‘‘জামায়াতের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে ভুল তথ্য ছড়াচ্ছে। আমাদের এক নেতা সেখানে গিয়ে তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে বললে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের সাতজন আহত হয়েছেন।”

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “ঘটনায় আমাদেরও ১৬ জন আহত হয়েছে। বিকেলে সমঝোতা বৈঠকে বিষয়টি মিটে যায়। কিন্তু জামায়াত নেতারা এখন ঘটনাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে। আমরা নিজেরাও মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর সেনা সদস্যরা মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গিয়াস উদ্দিন ও সভাপতি মীর সবুজকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘‘দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”