চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) দুটি প্রতিষ্ঠানের পৌরকরের নথিতে ঘষামাজা করে ৪০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় দুদক কর্মকর্তারা নথি পর্যালোচনা ও চসিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২০১৭–২০১৮ অর্থবছরে ইছাহাক ব্রাদার্সের হোল্ডিংয়ের পৌরকর নির্ধারণে ২৬ কোটি ৩৮ লাখ টাকার স্থলে ২ মুছে দিয়ে ২০ কোটি টাকা কম দেখানো হয়। একইভাবে, ইনকনট্রেন্ড ডিপোর ২৫ কোটি ৬৭ লাখ টাকার পৌরকর ২ মুছে দিয়ে ৫ কোটি ৬৭ লাখ টাকায় দেখানো হয়।
দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, ‘‘নথি ঘষামাজা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকেরও যোগসাজশ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সিগনেচার এক্সপার্ট ও ব্যাংকিং হিসেব তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে।’’