সারা বাংলা

খুলনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার 

ফেসবুকের একটি পোস্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে কমেন্ট করার  অভিযোগে পূর্বায়ন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, পূর্বায়ন মন্ডল ফেসকুকের একটি পোস্টে নিজ আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর কমেন্ট করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর শাখার সভাপতি আলহাজ শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, “মামলা দায়ের হলে রাতেই পুলিশ পূর্বায়ন মন্ডলকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পাঠানো হবে।”