নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে মজুদ প্রায় ১৩ টন গুলির খোসা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই-বাছাই করছে।
স্থানীয়রা জানান, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।
শিহাব উদ্দিন দাবি করেন, ‘‘রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাব হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা কেনেন। সেখান থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা ৪০ টাকা কেজি দরে আমি কিনেছি।’’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, ঘটনার সত্যতা নিরূপণ ও কাগজপত্র যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।