সারা বাংলা

দল যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের ভোট চাওয়ার দরকার নেই: ফরিদ আহমেদ

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “যাদের বিরুদ্ধে মাদক-চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে, দল থেকে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জনগণের কাছে ভোট চাইতে হবে না।”

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই তা পূরণ হবে। যে নির্বাচনের জন্য গত ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, সেই নির্বাচন সন্নিকটে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীকে জয় লাভ করাতে ঐক্যবদ্ধভাবে জনগণের কাতারে থাকতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।” 

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে কথা বলেছেন। তারেক রহমানের স্পষ্ট কথা, আমরা যেন নিজেরা নিজেদের সঙ্গে ঝগড়া-বিবাদ না করি। আগামী দিনের নির্বাচন করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” 

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান কবির খোকা।