সারা বাংলা

‘শেখ হাসিনার কাঠামোয় নির্বাচন হলে জনগণ মেনে নেবে না’

শেখ হাসিনার রেখে যাওয়া কাঠামোয় যদি নির্বাচন হয়, সেই নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া মোড়ে গণসংযোগকালে এ মন্তব্য করেন তিনি।

মাওলানা জালালুদ্দীন বলেন, “জুলাই সনদের আইনিভিত্তি প্রতিষ্ঠা না হলে দেশে আবারো ফ্যাসিবাদ ফিরে আসবে। এই মুহূর্তে ইসলামী দলগুলোর ঐক্যের চেয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠায়। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য এটি আমাদের জন্য একটা রাজনৈতিক দলিল।” 

তিনি বলেন, “আমাদের স্পষ্ট দাবি, রাষ্ট্রের বিশেষ একটি আদেশের মাধ্যমে এটি কার্যকর শুরু হবে এবং নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করে এই আইনি ভিত্তির চূড়ান্ত রূপ দিতে হবে।”

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “আমরা আটটি ইসলামী দল এই একটি দাবিতে আন্দোলন করছি। আমাদের মূল লক্ষ্য, জুলাই সনদের আইনি ভিত্তি। এরপর জাতীয় নির্বাচন এবং জোট গঠন প্রসঙ্গ।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে তিনি বলেন, “বর্তমানে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, আগুন সন্ত্রাস হচ্ছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চক্রান্ত এটি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের আরো সক্রিয় হওয়া দরকার। কারণ, এ অবস্থা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী, সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ দবির উদ্দিন শেখসহ জেলা ও উপজেলার সব ইউনিটের নেতারা।