সারা বাংলা

বগুড়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আমেডাঙ্গা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, সকালে স্থানীয় কয়েকজন শিশু জলপাই কুড়াতে আমেডাঙ্গা বিলের পাড়ে যায়। এ সময় তারা একটি লাশ পানিতে ভাসতে দেখে ভূত ভূত বলে ডাক-চিৎকার করে। পরে স্বজনেরা সেখানে গিয়ে পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ‘‘নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’’