সারা বাংলা

গোপালগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাপের কামড়ে শম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শম্পা মজুমদার কালীগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী। এই দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে।

তাপস মজুমদার জানান, শম্পা মজুমদার রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি কাঠ আনতে গেলে একটি সাপের গায়ে আঘাত লাগে। এ সময় সাপটি শম্পার ডান হাতে ছোবল দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায়।