সারা বাংলা

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘‘আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।’’

শনিবার (১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার একডালায় তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত সভায় তিনি এ সব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘‘দীর্ঘ ১৪ বছর আপনাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেননি। মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আপনারা ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবেন।’’ 

বিএনপির নেতা দুলু বলেন, ‘‘নিজেদের মধ্যে বিরোধ হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। আমাদের বিরোধ মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন।’’  

তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে বক্তব্যে দেন নাটোর জেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপির নেতা আবুল ব্যাপারী, দুলুর বড় মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাচ্ছুম রাত্রী ও ছোট মেয়ে সোভা জেরিন রোদেলা প্রমুখ।