সারা বাংলা

নিরীহ আ.লীগ নেতা-কর্মীদের সহায়তার আহ্বান বিএনপি নেতার

বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘‘আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী অন্যায় করেননি, লুটপাট করেননি। আপনার বাড়ির পাশে যারা ভালো আওয়ামী লীগ আছেন, তাদের আপনারা যতটুকু পারেন সহায়তা করনে। কারণ বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব।’’

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের যারা অন্যায় করেছেন, তারা অনেকে পালিয়েছেন; যারা আছেন তাদের বিচার করবেন আদালত। আমরা কেউ আইন হাতে তুলে নিব না। অন্যায় না করা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারলে আমরা যখন ক্ষমতায় থাকব না, তখনো আমাদেরও মার খেতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই।’’

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজিত উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘‘আগামীতে যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে। কিন্তু, তারেক রহমান বলছেন, আগামী দিনে তিনি এককভাবে সরকার গঠন করবেন না। সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার ঘোষণা করবেন। তার নাম দিয়েছেন—রেইনবো নেশন, অর্থাৎ সমন্বিতভাবে তিনি আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করতে চান।’’

যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দুর্নীতি, অত্যাচার ও গুমের কারণে ৩০০ এমপি, ৪৯৭ চেয়ারম্যান,৩৬৭ মেয়রও কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। আপনারা যদি অন্যায়, নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী করেন। তাহলে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে।’’