সারা বাংলা

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থী আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্রসহ আলহাজ্ব এনামুল হক মোল্লা (৪৮) নামের এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে আটক করা হয়েছে। তিনি সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপি শাখার সভাপতি হিসেবেও পরিচিত।

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বরামা গ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। রাত দেড়টা থেকে ভোর সোয়া পাঁচটা পর্যন্ত টানা এই অভিযান চালানো হয়। 

গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় এনামুল হক মোল্লার সঙ্গে আরো ছয়জনকে আটক করা হয়। তারা হলেন- শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।

অভিযানের সময়ে তাদের অবস্থানস্থল থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি বেতার (ওয়াকিটকি) সেট, চারটি লাঠি (বেটন), দুটি ইলেকট্রিক শক ডিভাইস, একটি হ্যামার নেল গান ও একটি ধারালো চাকু।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামসহ আটক সাতজনকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ ও জব্দকৃত আলামত পর্যালোচনা শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি জানান, তদন্তের স্বার্থে অভিযানের বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না।