মুন্সীগঞ্জে কাঁধে করে নিয়ে যাওয়া গাছের গুঁড়ির চাপায় ইসরাফিল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে পানাম এলাকায় গাছ কাটার কাজ করছিলেন ইসরাফিল। গাছ কাটা শেষে একটি গুঁড়ি গাড়িতে তোলার উদ্দেশে কাঁধে নিয়ে হাঁটছিলেন। তবে, অতিরিক্ত ভার সইতে না পেরে গুঁড়ির নিচে চাপা পড়ে আহত হন তিনি। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলী সরকার বলেন, ‘‘হাসপাতালে নিয়ে আসার আগেই ইসরাফিলের মৃত্যু হয়েছে।’’
নিহত ইসরাফিলের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি মুন্সীগঞ্জ সদরের আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে গাছ কাটার কাজ করতেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এমন সাইফুল আলম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’’