নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত ৩৬ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল গ্রেপ্তারকৃতরা। এর মধ্যে আড়াইহাজার থেকে গ্রেপ্তার ৮ জন পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হই। এছাড়া, বাকিদের নাশকতার পরিকল্পনার পাশাপাশি অনেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’’
এদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে জেলার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি করা হচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।