সারা বাংলা

‘লকডাউন’ ঘিরে যশোর শহরে পুলিশের চেকপোস্ট

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যশোর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনলাইনে ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই শহরের দড়াটানা মোড়, চাঁচড়া মোড়, রেলগেট, পালবাড়ি, নিউমার্কেট, মনিহার মোড় ও পুরাতন কসবা রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

এসময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া ব্যক্তিদের সতর্ক করা হচ্ছে এবং যেসব যানবাহনের কাগজপত্র সঠিক নেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। লকডাউন চলাকালীন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরে টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, “১৩ নভেম্বরের লকডাউনকে ঘিরে জেলা পুলিশ যশোরবাসীর জান মালের নিরাপত্তার স্বার্থে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। অভিযান চলাকালে যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই অভিযান চলমান থাকবে।”