ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মাছুম বিল্লাহ বাপ্পির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ নাশকতা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ছাত্রলীগ নেতা বাপ্পি জানিয়েছেন, তার মা অসুস্থ থাকায় কয়েকদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তাদের বাড়িটি খালি ছিল। এই সুযোগে কে বা কারা গভীর রাতে বসতঘরে আগুন লাগিয়েছে। স্থানীয়রা ছুটে এলেও পুরো ঘর মুহূর্তেই পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গেলেও মালামাল কিছুই রক্ষা করতে পারেননি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে কোনো লোক ছিল না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।