চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়নের জিলানী মাদ্রাসা এলাকার নাজের সওদাগরের ছেলে ও একই ইউনিয়নের শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে আব্দুল মান্নান ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলযোগে শিলক এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘‘আব্দুল মান্নান নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।’’