ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ৬ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নিজের নির্বাচনি এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমির হামজা।
তিনি বলেন, ‘‘পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দল রাজপথে আন্দোলন করছে। আশা করব, যারা দায়িত্বে আছেন তারা দাবি মেনে নেবেন। সরকারে যারা আছেন তারা এত মানুষের সেন্টিমেন্ট যদি না বোঝেন, তবে দায়িত্বে থাকা ঠিক নয়।’’
আমির হামজা বলেন, “আমরা যেখানে গেছি, সেখানকার মানুষ ঘর থেকে বের হয়ে সালামের জবাব দিয়েছে। আশা করছি, এভাবে এগোতে পারলে আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে।’’