জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে বাগেরহাটে মিষ্টি বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন তারা।
সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক এস এম সাদ্দাম বলেছেন, “ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজ সবসময় রাস্তায় ছিল। এই রায়ে সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত করেছে। সরকারের কাছে দাবি জানাই, যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করা হোক।”