যশোরের অভয়নগরে লাকড়ি বহনকারী ট্রলি উল্টে জুয়েল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সহোদর সোহেল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর মোড়লবাড়ি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল হিদিয়া গ্রামের লিয়াকত ফকিরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একটি ট্রলিতে লাকড়ি নিয়ে দুই ভাই হিদিয়া থেকে সিদ্ধিপাশা যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর মোড়লবাড়ি বাজারের পাশে পাকা রাস্তার ওপর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু, পথেই জুয়েল মারা যান। সোহেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. রায়সুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।